বিতর্কের মুখে তিব্বত সরকার বলল, দালাই লামা ‘উচ্ছল ও বিশুদ্ধ’

আন্তর্জাতিক ডেস্ক

শিশুর প্রতি যৌন হয়রানিমূলক আচরণ করার অভিযোগ উঠেছে তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার বিরুদ্ধে। এ জন্য ক্ষমাও চেয়েছেন তিনি। এরপরও বিতর্ক-সমালোচনা যেন থামছেই না। তুমুল বিতর্কের মুখে তিব্বত সরকার দালাই লামার পাশে দাঁড়িয়েছে। বলা হয়েছে, দালাই লামা ‘উচ্ছল ও বিশুদ্ধ’। খবর এনডিটিভির।

এ বিষয়ে সেন্টাল তিব্বত অ্যাডমিনিস্ট্রেশনের ফার্স্ট প্রেসিডেন্ট লোবসাং সাঙ্গে গত বুধবার বলেন, দালাই লামা ‘একজন উচ্ছল ও বিশুদ্ধ ব্যক্তি’। তবে তিনি যেটা করেছেন, তা অতিব্বতীয় দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক ভুল ছিল।

universel cardiac hospital

লোবসাং সাঙ্গে আরও বলেন, মানুষের বোঝা উচিত, আপনি যদি ছেলেটির সঙ্গে দালাই লামার ওই ভিডিও দেখেন, তবে তিব্বতীয়রা বলবেন, ছেলেটি ভাগ্যবান। কেননা, সে পবিত্র দালাই লামার কাছ থেকে আলিঙ্গন পেয়েছে, চুম্বন পেয়েছে। কিন্তু পশ্চিমা দৃষ্টিকোণ থেকে এটা রাজনৈতিকভাবে ভুল। এটা আমিও মনে করি।

দালাই লামা ক্ষমা চাওয়া পর এ বিষয় নিয়ে আর বিতর্ক ও সমালোচনা করা উচিত নয় বলে মনে করেন লোবসাং সাঙ্গে। তিনি বলেন, এখানেই এটা থামিয়ে দেওয়া প্রয়োজন। মানুষের এগিয়ে যাওয়া উচিত।

তিব্বতীয়দের কাছে দালাই লামা একজন পরম শ্রদ্ধাভাজন ও অত্যন্ত পবিত্র ব্যক্তি। তাকে ‘জীবন্ত ঈশ্বর’ বা স্বয়ং বুদ্ধের অবতার বিবেচনা করা হয়। সম্প্রতি ৮৭ বছর বয়সী দালাই লামার একটি ভিডিও অনলাইনে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, এক শিশুকে দালাই লামা জিজ্ঞাসা করেছিলেন, সে তার জিহ্বা চুষতে চায় কি না। শুরু হয় তুমুল বিতর্ক-সমালোচনা।

শেয়ার করুন