সরকারের অবস্থান সংস্কৃতি বিনষ্টকারীদের বিরুদ্ধে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। ছবি : সংগৃহিত

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, যারা মঙ্গল শোভাযাত্রার মতো উল্লেখযোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করতে চায়, এ সরকারের অবস্থান এ ধরনের চক্রান্তের সম্পূর্ণ বিরুদ্ধে।

১৪ এপ্রিল (শুক্রবার) সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে মঙ্গল শোভাযাত্রার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

universel cardiac hospital

তিনি বলেন, মঙ্গল শোভাযাত্রার উৎসাহ উদ্দীপনা দিন দিন বাড়ছে। ২০২০ ও ২০২১ সালে করোনার কারণে শোভাযাত্রা হয়নি। গত বছর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আবার সেটা হচ্ছে। প্রাণ ফিরে এসেছে। এরপর এ শোভাযাত্রা নিয়ে জঙ্গিবাদী হুমকির কথা হচ্ছে। আবার একজন হাইকোর্টে মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে রিট করেছেন। এই মানসিকতাকে পরিহার করতে হবে। এই মানসিকতা আমাদের সংস্কৃতিকে বিনষ্ট করার জন্য।

তিনি বলেন, সরকারের অবস্থান এ ধরনের সংস্কৃতি বিনষ্ট করার চক্রান্তের সম্পূর্ণ বিরুদ্ধে। আমরা এর নিন্দা জানায়।

শেয়ার করুন