আল-আকসায় জুমার নামাজ পড়লেন আড়াই লাখ মুসল্লি

আন্তর্জাতিক ডেস্ক

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে গতকাল শুক্রবার আড়াই লাখের বেশি মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন। এবারের পবিত্র রমজান মাসে ইসরায়েলের নানা বাধা ও হামলার পরও আল-আকসায় জুমার নামাজে এতো সংখ্যক মুসল্লির উপস্থিতি ভিন্নমাত্রা যোগ করেছে। খবর আরব নিউজের।

পবিত্র রমজান মাসের শেষ গতকাল শুক্রবার জুমাতুল বিদা আদায় করেন মুসলিমরা। রমজান মাসের শেষ শুক্রবারকে মুসলমানরা আলাদা গুরুত্ব দিয়ে থাকেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী শুক্রবার যদি মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ঈদুল ফিতর উদ্‌যাপন করা হয়, তাহলে গতকাল ছিল জুমাতুল বিদা বা রমজানের শেষ জুমা। এ কারণে আল-আকসায় মুসল্লির সমাগম বেশি ছিল।

universel cardiac hospital

দিনটি উপলক্ষে আল-আকসা মসজিদ অভিমুখে সব সড়কে ৩ হাজার ২০০-এর বেশি পুলিশ, সীমান্ত পুলিশ, সিন বেত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করেছিল ইসরায়েল। প্রতিবছরই অসংখ্য ফিলিস্তিনি রোজার মধ্যে আল-আকসা সফর করেন। নামাজ আদায় করেন। এ জন্য তাদেরকে আগে থেকে অনুমতি নিতে হয়।

শেয়ার করুন