তিন সিটিতে আওয়ামী লীগের প্রার্থী বদল

নিজস্ব প্রতিবেদক

আসন্ন পাঁচ সিটি করপোরেশনের নির্বাচনে তিনটিতেই ক্ষমতাসীন আওয়ামী লীগ নিজেদের প্রার্থী বদল করেছে। গাজীপুর, সিলেট ও বরিশালে প্রার্থী বদল করা হয়েছে। রাজশাহী ও খুলনাতে বর্তমান মেয়রকেই মনোনয়ন দেওয়া হয়েছে।

গাজীপুরে সাময়িক বরখাস্ত বর্তমান মেয়র জাহাঙ্গীর আলমকে বাদ দেওয়া হয়েছে। সেখানে মনোনয়ন পেয়েছেন আজমত উল্লাহ খান।

universel cardiac hospital

বরিশালে বর্তমান মেয়র সেরনিয়াবত সাদিক আবদুল্লাহ বাদ পড়েছেন।
করোনা মহামারির সময় বদরউদ্দিন আহম্মেদ কামরান মারা যান। সিলেটে সিটি করপোরেশনে তাই এবার নতুন প্রার্থী দিতেই হতো। যে আনোয়ারুজ্জামানকে প্রার্থী করা হয়েছে, তা অনেকটা চমকই বটে। কারণ, তিনি স্থানীয় আওয়ামী লীগের কোনো পদে নেই। যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

রাজশাহীতে বর্তমান মেয়র এ এইচ এম খায়রুজ্জমান লিটন ও খুলনায় তালুকদার আবদুল খালেককেই রেখে দেওয়া হয়েছে। এই দুই সিটি করপোরেশনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহীর সংখ্যাও কম ছিল।

পাঁচ সিটিতে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ৪১ জন নেতাকর্মী দলীয় ফরম সংগ্রহ করেছিলেন। এর মধ্য গাজীপুর সিটি করপোরেশনে সর্বাধিক ১৭ জন আগ্রহী হয়েছিলেন।

আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনের ভোট গ্রহণ হবে। খুলনা ও বরিশালে ভোট হবে আগামী ১২ জুন। আর ২১ জুন রাজশাহী ও সিলেটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন