দুর্নীতির মামলায় কেজরিওয়ালকে সিবিআইয়ের তলব

আন্তর্জাতিক ডেস্ক

অরবিন্দ কেজরিওয়াল

ভারতের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের পক্ষ থেকে তলব করা হয়েছে। মাদক বিক্রিসংক্রান্ত নীতিমালা নিয়ে দুর্নীতির অভিযোগে করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডাকা হয়েছে। খবর এনডিটিভির।

সূত্র বলছে, জিজ্ঞাসাবাদের জন্য আগামীকাল রোববার কেজরিওয়ালকে হাজির হতে বলেছে সিবিআই। ভারতের সাম্প্রতিক ইতিহাসে এই প্রথম তদন্তের জন্য কোনো মুখ্যমন্ত্রীকে কেন্দ্রীয় তদন্ত সংস্থায় তলব করা হলো।

universel cardiac hospital

সিবিআই সূত্র বলছে, তারা এ ঘটনায় নতুন প্রমাণ পেয়েছে। মুখ্যমন্ত্রীকে এখন জিজ্ঞাসাবাদের যৌক্তিক কারণ আছে বলে মনে করে তারা। সিবিআই সূত্র আরও বলেছে, মুখ্যমন্ত্রীর কাজে ব্যাঘাত না ঘটাতে তাঁকে রোববার তলব করা হয়েছে।

সিবিআইয়ের এমন পদক্ষেপের ব্যাপারে কেজরিওয়াল এখনো কোনো মন্তব্য করেননি। তবে এর আগে তিনি বলেছিলেন, মাদক কেলেঙ্কারির মতো কিছু হয়নি।

কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগকে বিজেপির প্রতিহিংসা বলে উল্লেখ করেছে আম আদমি পার্টি। একে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একজন কড়া সমালোচককে হয়রানির প্রচেষ্টা বলে উল্লেখ করেছে তারা।

শেয়ার করুন