আমি কাজ করছি পর্যটনের স্বার্থে: মোকতাদির চৌধুরী

মোহাম্মদ সজিবুল হুদা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, আমি কাজ করছি পর্যটনের স্বার্থে। বাংলাদেশে বেশি বেশি করে পর্যটক আসুক,সেটি আমি চাই এবং তার জন্য যা যা করণীয় আমি আমার জায়গা থেকে বলে যাচ্ছি।

১৫ এপ্রিল (শনিবার) হোটেল সারিনায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোকতাদির চৌধুরী বলেন, আমার যেহেতু নির্বাহী ক্ষমতা নেই, আমি শুধু প্রপোজাল তৈরি করে বলতে পারি, সেটির এক্সিকিউশনের ক্ষমতা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর দপ্তরের; সুতরাং এখানে আমার ভূমিকা ক্ষুদ্র। তবে আমি এই ক্ষুদ্র ভূমিকা দিয়েও যতটা পারি পর্যটনের পক্ষে কথা বলি।

তিনি বলেন, আমি যতদিন পর্যন্ত দায়িত্বে আছি, ততদিন পর্যন্ত পর্যটক ও পর্যটন শিল্পের পক্ষে কথা বলব।

বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি এইচ.এম হাকিম আলীর সভাপতিত্বে পরিচালিত ইফতার মাহফিলে সংঠনটির পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রধান করা হয়।

শেয়ার করুন