আতিক হত্যা: উত্তর প্রদেশ পুলিশের পাঁচ সদস্য সাময়িক বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে সাবেক সংসদ সদস্য আতিক আহমেদ ও তার ভাই আশরাফ আহমেদ হত্যার ঘটনায় পুলিশের পাঁচ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত শনিবার প্রয়াগরাজে (পুরোনো নাম এলাহাবাদ) পুলিশের সামনেই তিন অস্ত্রধারীর গুলিতে আতিক ও আশরাফ নিহত হন।

আতিক-আশরাফ হত্যার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন করা হয়েছে। পাশাপাশি উত্তর প্রদেশ পুলিশ তিন সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে। খবর এনডিটিভির।

যে পাঁচজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, তাদের মধ্যে একজন স্থানীয় থানা-পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা। বাকি চারজনের মধ্যে দুজন পরিদর্শক ও দুজন কনস্টেবল। এই পাঁচজনকে গতকাল মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করে উত্তর প্রদেশ পুলিশের বিশেষ তদন্তকারী দল।

সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের পাঁচ সদস্যই প্রয়াগরাজের শাহগঞ্জ থানায় কর্মরত ছিলেন। যে হাসপাতাল প্রাঙ্গণে আতিক ও আশরাফকে হত্যা করা হয়, সেই এলাকা শাহগঞ্জ থানার আওতাধীন।

শেয়ার করুন