কৃষক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ 

মত ও পথ ডেস্ক

কৃষক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বুধবার। ১৯৭২ সালের এই দিনে কৃষি ও কৃষকের উন্নয়ন তথা দেশের অথনৈতিক মুক্তির লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংঠনটি প্রতিষ্ঠা করেন।  

কৃষক লীগের ৫১ বছর পূর্তি উপলক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

universel cardiac hospital

প্রতিষ্ঠার পর বঙ্গবন্ধু কৃষক নেতা শহীদ আব্দুর রব সেরনিয়াবাতকে কৃষক লীগের কমিটি গঠনের দায়িত্ব দেন। বঙ্গবন্ধুর দিকনির্দেশনায় ব্যারিস্টার বাদল রশিদকে সভাপতি ও আব্দুর রউফকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠিত হয়।

২০১৯ সালের ৬ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কৃষক লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে কৃষিবিদ সমীর চন্দকে সভাপতি ও অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতিকে সাধারণ সম্পাদক করা হয়।

শেয়ার করুন