কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপির নেতা রিজভী

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
ফাইল ছবি

১২০ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার বিকেল চারটায় কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

কারা ফটকে রিজভীকে ফুল দিয়ে স্বাগত জানান স্ত্রী আরজুমান আরা বেগম। এ সময় বিপুলসংখ্যক নেতা-কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

universel cardiac hospital

রুহুল কবির রিজভী সেখানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, গোটা দেশই এখন কারাগার। ছোট কারাগার থেকে এখন বৃহত্তর কারাগারে প্রবেশ করেছি। বর্তমানে মানুষের কোনো অধিকার নেই। ভোটের অধিকার নেই, কথা বলার অধিকার নেই। গণতন্ত্রের মুক্তি মিললেই সকল অধিকার ফিরে আসবে।

রিজভী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।

গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতর থেকে রুহুল কবির রিজভীকে আটক করা হয়। চার মাস পর ৫০ মামলায় জামিনে মুক্তি পেলেন রুহুল কবির রিজভী।

শেয়ার করুন