ভোটে অংশ নিয়ে আমাদের পরীক্ষা নিন: ইসি আলমগীর

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনার মো. আলমগীর। ফাইল ছবি

আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) পরীক্ষা নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন বিএনপির কাছে আস্থার পরীক্ষা দিতে সবসময় প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

universel cardiac hospital

বিএনপির উদ্দেশে ইসি আলমগীর বলেন, সবসময় আমাদের আহ্বান থাকবে- আপনারা নির্বাচনে অংশগ্রহণ করুন, আমাদের পরীক্ষা নিন। আমরা পরীক্ষা দিতে সবসময় প্রস্তুত। আপনারা তো আমাদের পরীক্ষাই নিচ্ছেন না। পরীক্ষা না নিয়েই আপনারা কীভাবে বুঝলেন যে আমরা অকৃতকার্য হলাম?

তিনি বলেন, বর্তমান কমিশন এ পর্যন্ত ভালো কাজ করে যাচ্ছে এবং আগামীতেও ভালো কাজ করে যাবে।

জাতীয় নির্বাচনের আগে পাঁচ সিটির ভোটে বেশিরভাগ দল অংশ নিচ্ছে না। এটা কমিশনের প্রতি দলগুলোর আস্থাহীনতা কি না- এমন প্রশ্নের জবাবে সাবেক এই ইসি সচিব বলেন, ৩৯টি দলের স্থানীয় সরকারের নির্বাচনে…। তাদের তো স্থানীয় পর্যায়ে অফিস থাকতে হবে। সব জেলায় সব দলের তো অফিস না-ও থাকতে পারে।

বিএনপির কি অফিস নেই- এমন প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, রাজনৈতিক কৌশল হিসেবে তারা বলেছে যে নির্বাচনে অংশ নেবে না। তবে আমাদের এটা বলেনি যে নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা থাকায় তারা নির্বাচনে অংশ নেবে না।

ইসি আলমগীর আরও বলেন, ছোট ছোট দলের ওইরকম অফিস নেই। তাদের প্রতিদ্বন্দ্বিতা করার মতো যোগ্য প্রার্থী না-ও থাকতে পারে। সেটা তাদের ব্যাপার। বড় দলগুলো তো আসছে। বিএনপি আসেনি এটা তো তাদের রাজনৈতিক কৌশল। এটা আমাদের ব্যর্থতা নয়। তারা কি বলেছে যে নির্বাচন কমিশন ব্যর্থ নির্বাচন করেছে, এজন্য আসবো না?

শেয়ার করুন