কর্ণাটকে অমিত শাহর বিরুদ্ধে এফআইআর

আন্তর্জাতিক ডেস্ক

অমিত শাহ
অমিত শাহ। ছবি: পিটিআই

ভারতের কর্ণাটক রাজ্যের নির্বাচনী প্রচার জোরালো হয়ে ওঠার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে বিজেপি–কংগ্রেস রাজনৈতিক চাপান–উতোর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে ‘হিংসায় প্ররোচনা’ দেওয়ার অভিযোগে কংগ্রেস আজ বৃহস্পতিবার বেঙ্গালুরু পুলিশের কাছে এফআইআর করেছে। একই অভিযোগ জানিয়েছে নির্বাচন কমিশনেও। খবর এনডিটিভির।

কংগ্রেস সভাপতিকে আক্রমণ করেছে বিজেপির শীর্ষ নেতৃত্বও। দলের পক্ষ থেকে বলা হয়েছে, প্রধানমন্ত্রীকে কংগ্রেস সভাপতি ‘বিষধর সাপের’ সঙ্গে তুলনা করে নিজেদের পতন ডেকে এনেছেন। বিজেপি বলেছে, খাড়গের জানা উচিত, নরেন্দ্র মোদিকে ‘মওত কা সওদাগর’ বলে সোনিয়া গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেসের কী হাল হয়েছিল।

পারস্পরিক এ তরজার মুখে আগামী শনিবার দুই দিনের সফরে প্রধানমন্ত্রী কর্ণাটক যাবেন। একাধিক জনসভায় ভাষণ দেওয়ার পাশাপাশি কয়েকটি রোড শোতে তিনি অংশ নেবেন।

কর্ণাটক রাজ্য কংগ্রেস আজ বৃহস্পতিবার বেঙ্গালুরু পুলিশের কাছে অমিত শাহর বিরুদ্ধে এফআইআর দায়ের করে। গত বুধবার শহরে নির্বাচনী প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর ভাষণে বলেছেন, রাজ্যে কংগ্রেস ক্ষমতায় এলে সাম্প্রদায়িক দাঙ্গা বাধবে।

শেয়ার করুন