হঠাৎ রুশ বাহিনীর জোর হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে স্কুল ও আবাসিক ভবনে রুশ হামলা
ইউক্রেনে স্কুল ও আবাসিক ভবনে রুশ হামলা। ছবি : ইন্টারনেট

প্রায় দুই মাস বিরতির পর ইউক্রেনের বিভিন্ন শহরে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার ভোরে এ হামলা চালানো হয়। এমন সময় রুশ বাহিনী এ হামলা চালিয়েছে, যখন রাশিয়ার দখলে থাকা ভূখণ্ড উদ্ধারে পাল্টা হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন।

শুক্রবারের হামলায় সবচেয়ে বেশি হতাহত হয়েছে মধ্যাঞ্চলীয় শহর উমানে। শহরটির একটি আবাসিক অ্যাপার্টমেন্ট ভবনের ওপরের তলায় ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে চার শিশুসহ ২৩ জন নিহত হন। ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই ভবনের ৪৬টি অ্যাপার্টমেন্টের মধ্যে ২৭টিই পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

universel cardiac hospital

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় নিপ্রো শহরের একটি ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে দুই বছরের একটি শিশু ও ৩১ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। আঞ্চলিক গভর্নর সের্হি লিসাক এ কথা জানিয়েছেন। ওই হামলায় আরও তিনজন আহত হন। খবর রয়টার্সের।

শেয়ার করুন