আমার প্রতি অবিচার হয়েছে, আপিল করব: জাহাঙ্গীর

গাজীপুর প্রতিনিধি

জাহাঙ্গীর আলম ও তাঁর মা জায়েদা খাতুন। ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র ঋণ খেলাপির দায়ে বাতিল করা হয়েছে। এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমার প্রতি অবিচার করা হয়েছে। আমি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করব। প্রয়োজনে সুপ্রিম কোর্ট, হাইকোর্টে যাব।

আজ রোববার বেলা পৌনে ১১টার দিকে গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে স্থাপিত সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। যাচাই শেষে জাহাঙ্গীর আলমসহ তিন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম।

মনোনয়নপত্র বাতিল ঘোষণার সময় অডিটরিয়ামে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর। এ সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমার প্রতি অবিচার করা হয়েছে। পক্ষপাতিত্ব করা হয়েছে। ব্যাংকের পাওনার ইনস্টলমেন্ট (কিস্তি) জমা দেওয়ার কথা ব্যাংক কর্তৃপক্ষ লিখিত ও মৌখিক জবানবন্দি দিয়েছে। তারপরও আপনারা যে কাজটি করলেন, তাতে পক্ষপাতিত্ব করা হয়েছে।

শেয়ার করুন