নির্বাচনী হলফনামা ও আয়কর রিটার্নে সম্পদ ও তথ্য গোপন করায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করেছেন গণফ্রন্ট মনোনীত মেয়র প্রার্থী মো. আতিকুল ইসলাম।
মঙ্গলবার (০২ মে) দুপুরে দুদকের গাজীপুর জেলা সমন্বিত কার্যালয়ে অভিযোগ জমা দেন আতিকুল ইসলাম।
অভিযোগপত্রে বলা হয়েছে, জাহাঙ্গীর আলম তার বাসা এক ডজন এসি, ফ্রিজ, টিভি, কম্পিউটার, ল্যাপটপসহ ইলেকট্রনিক সামগ্রীর মূল্য দেখিয়েছেন মাত্র এক লাখ ৭৫ হাজার টাকা। অপরদিকে কনফারেন্স টেবিল ও অর্ধশত চেয়ার, খাট, দামি সোফা ও অন্যান্য আসবাবের দাম দেখিয়েছেন মাত্র এক লাখ ৫০ হাজার টাকা। এতে পাঁচ কোটি টাকার গরমিল বেরিয়ে আসবে বলে অভিযোগকারীর বিশ্বাস।
এ ছাড়াও জাহাঙ্গীর আলম তার আয়কর রিটার্ন/বিবরণীতেও সম্পদ গোপন করে থাকতে পারেন বলে ধারণা করছেন মেয়র প্রার্থী আতিকুল।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেন জাহাঙ্গীর আলম। রবিবার গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের দিনে জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসার মো. ফরিদুল ইসলাম। খেলাপি ঋণের জামিনদার হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে জাহাঙ্গীরের মা জায়েদা খাতুনের মনোনয়নপত্র বৈধ হয়েছে।