আরব লিগে ফেরার পথে সিরিয়া 

মত ও পথ ডেস্ক

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সাথে ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ছবি : ইন্টারনেট

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিরোধিতা উপেক্ষা করে একের পর এক আরব দেশ এখন সিরিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছে বিবিসি।  
১৯ মে সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব লিগের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।এতে সিরিয়া পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকতে পারে। আশা করা হচ্ছে- এমনটা হলে পরবর্তীতে কোনো এক সময়ে তারা আবার আরব লিগের পূর্ণ সদস্যপদ ফিরে পাবে।

আরব-ব্রিটিশ সমঝোতা কাউন্সিলের পরিচালক ক্রিস ডয়েল বলছেন, সিরিয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার ক্ষেত্রে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা পূরণে স্থানীয় শক্তিগুলো এখন এগিয়ে আসছে।
 
তিনি আরও বলেন, রাশিয়া ছাড়া মধ্যপ্রাচ্যের বাইরের যে আন্তর্জাতিক সম্প্রদায়, তারা সিরিয়ার ব্যাপারে তাদের দায়িত্ব ত্যাগ করেছে। এই শূন্যতার মধ্যেই আঞ্চলিক শক্তিগুলো এগিয়ে এসেছে।  

universel cardiac hospital

এর কারণ হিসেবে তিনি বলেন, এখানে যদি কোনো কিছুই না বদলায়, একটা প্রকৃত রাজনৈতিক প্রক্রিয়া শুরু না হয় – তাহলে আমরা একটা অঞ্চল হিসেবে সিরিয়াকে তো উপেক্ষা করতে পারি না। কারণ সিরিয়া একটি বড় এবং গুরুত্বপূর্ণ দেশ।

সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর দমননীতি চালিয়ে যাওয়ার অভিযোগে ২০১১ সালে সিরিয়াকে আরব লিগ থেকে বহিষ্কার করা হয়। 

শেয়ার করুন