ভারতকে টপকে গেল পাকিস্তান, পরিবর্তন নেই বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

বাবর আজম
বাবর আজম। ফাইল ছবি

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতেই সুযোগটি হারিয়েছিল পাকিস্তান। কিউইদের ধবলধোলাই করতে পারলে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষেই থাকত তারা। ৪৮ ঘণ্টার মধ্যেই সে রাজত্ব হারালেও বার্ষিক হালনাগাদের পর অবশ্য ভারতকে টপকে দুইয়ে উঠে এসেছে দলটি। অপরিবর্তিত আছে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান, আগের মতোই সাত নম্বরে তারা।

এবারের বার্ষিক হালনাগাদে বাদ পড়েছে ২০১৯-২০ মৌসুমের ম্যাচগুলোর ফল। বিবেচনায় রাখা হয়েছে ২০২০ সালের মে মাস থেকে হওয়া ম্যাচগুলো। ২০২২ সালের মে মাসের আগের ম্যাচগুলোর মান এখন ৫০ শতাংশ, এরপরের ম্যাচগুলোর মান ধরা হচ্ছে ১০০ শতাংশই।

বার্ষিক হালনাগাদের পরও শীর্ষেই আছে অস্ট্রেলিয়া, তাদের রেটিং এখন ১১৮। ৫ মে অস্ট্রেলিয়াকে টপকে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল পাকিস্তান। তবে সিরিজের শেষ ম্যাচটি হেরে যাওয়ার পর ভারতের পেছনে তিন নম্বরে নেমে যায় বাবর আজমের দল। বার্ষিক হালনাগাদে সেই ভারতকে টপকে দুইয়ে উঠে এসেছে পাকিস্তান, যাদের রেটিং এখন ১১৬। রেটিংয়ে ভারতের ২ পয়েন্ট উন্নতি হলেও পাকিস্তানের পেছনেই আছে তারা (১১৫)।

শেয়ার করুন