আঞ্চলিক সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে ঢাকায় শুরু হচ্ছে ষষ্ঠ ভারত মহাসাগরীয় সম্মেলন। শান্তি, সমৃদ্ধি, অংশীদারত্ব এই সম্মেলনের মূল প্রতিপাদ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার বিকেলে দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করবেন। এতে অংশ নিতে মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজসিংহ রুপন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমনিয়াম জয়শঙ্করসহ বিভিন্ন দেশের প্রতিনিধি ঢাকায় পৌঁছেছেন। অন্যরা পৌঁছবেন আজ।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়া ফাউন্ডেশন যৌথভাবে সম্মেলনের আয়োজন করছে। রাজধানী ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠেয় সম্মেলনে মরিশাসের প্রেসিডেন্ট, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট, ২৫টি দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, উচ্চ পর্যায়ের প্রতিনিধিসহ বিভিন্ন দেশের দেড় শতাধিক প্রতিনিধি অংশ নিচ্ছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বৃহস্পতিবার বলেন, বিশ্বের আগামীর সম্ভাবনা লুকিয়ে আছে ভারত মহাসাগরীয় অঞ্চলের মধ্যে। আফ্রিকা, দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চল ভারত মহাসাগরীয় এলাকায় অবস্থিত। এখানে জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা, নন-ট্রাডিশনাল চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ মিলিতভাবে মোকাবিলা করার ওপর নির্ভর করছে এই অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধি।
বাংলাদেশ কেন এই সম্মেলন আয়োজনে আগ্রহী হলো-জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, বাংলাদেশ ভারত মহাসাগরীয় অঞ্চলের একেবারে কেন্দ্রে অবস্থিত। এ পর্যন্ত ভারত মহাসাগরীয় সম্মেলন পাঁচবার হয়েছে। সে কারণে আগেই বাংলাদেশে এই সম্মেলন হওয়া উচিত ছিল। দেরিতে হলেও আয়োজন করছে- এটা ইতিবাচক দিক।