সরকারি দপ্তরে হয়রানি ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করতে আগামীকাল রোববার সাতক্ষীরায় গণশুনানি হবে। সেবাবঞ্চিতদের সেবাদানের জন্য সুনির্দিষ্ট তারিখ ও সময় নির্ধারণ করা হবে। দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত গণশুনানি জেলার শিল্পকলা একাডেমি মিলনায়তনে হবে।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সঞ্চালনায় এই গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন দুদক কমিশনার জহুরুল হক।
‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ এই স্লোগান সামনে রেখে সকাল ৯টায় গণশুনানি শুরু হবে। জেলার বিভিন্ন সরকারি দপ্তরে সেবাবঞ্চিত জনগণের অভিযোগ শোনা হবে এবং লিপিবদ্ধ করা হবে। সরকারি অফিসগুলোর সেবাদানকারি কর্মকর্তাদের সামনেই সেবাবঞ্চিতরা অভিযোগগুলো তুলে ধরবেন। সেবাবঞ্চিত জনসাধারণের উত্থাপিত অভিযোগের সমাধানের বিষয়ে দুদক কর্মকর্তারা তাৎক্ষণিক সিদ্ধান্ত জানাবেন।