ক্যারিয়ারসেরা ইনিংস খেলে ম্যাচসেরা শান্ত

মত ও পথ ডেস্ক

সংগৃহীত ছবি

নাজমুল হোসেন শান্ত পারেন না, এই অভিযোগ এখন আর তুলতে পারবেন না খোদ তার সমালোচকরাও। একের পর এক ম্যাচ জেতানো ইনিংস খেলে নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন বাঁহাতি এই ব্যাটার।

চেমসফোর্ডে এবার জ্বলে উঠলো শান্তর ব্যাট। আগের ম্যাচে ৪৪ করে ফিরেছিলেন। এবার সব আক্ষেপ সুদে-আসলে পূরণ করে নিলেন এই বাঁহাতি। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করলেন, সেটাও আবার দলের বিপদের মুহূর্তে, ঝড়ো গতিতে।

৪৫ ওভারে বাংলাদেশের লক্ষ্য ছিল ৩২০ রান। ১০১ রানে টাইগাররা হারিয়ে বসে তিন উইকেট। যার মধ্যে ছিলেন দুই অভিজ্ঞ ব্যাটার তামিম ইকবাল আর সাকিব আল হাসানও। সফরকারী দল তখন আইরিশদের বিপক্ষে হারের শঙ্কায়।

সেখান থেকে তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে শান্ত গড়লেন ১০২ বলে ১৩১ রানের ম্যাচ জেতানো জুটি। নিজেও সেঞ্চুরি হাঁকালেন। সেটা মাত্র ৮৩ বলে।

শেষ পর্যন্ত ১১৭ রানের ক্যারিয়ারসেরা ইনিংস খেলে আউট হয়েছেন বাঁহাতি এই ব্যাটার। ৯৩ বলের ঝোড়ো যে ইনিংসে ১২টি চারের সঙ্গে হাঁকান তিনটি ছক্কা।

চাপের মুখে এমন ম্যাচ জেতানো এক ইনিংস, সেটাও আবার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দিন। স্বাভাবিকভাবেই শান্তই হয়েছেন ম্যাচসেরা।

শেয়ার করুন