৮ বিভাগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, অব্যাহত থাকতে পারে তাপপ্রবাহ

মত ও পথ ডেস্ক

বৃষ্টি ও বজ্রঝড়
ফাইল ছবি

ঘূর্ণিঝড় মোখা পার হলেও বৃষ্টি বেড়ে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ দূর হয়নি। যদিও বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের সঙ্গে হালকা বৃষ্টি হচ্ছে। তবে তা গরম কমানোর জন্য যথেষ্ট নয়।

মঙ্গলবার (১৬ মে) দেশের ৮ বিভাগেই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সারাদেশের সব বিভাগ কমবেশি বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও বয়ে গেছে কালবৈশাখী ঝড়। এ সময়ে সবচেয়ে বেশি ৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে নীলফামারীর ডিমলায়। ঢাকায় সামান্য বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহী ও মোংলায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার সকাল থেকেই ঢাকার আকাশে হালকা মেঘ থাকলেও রোদের আধিপত্য বেশি। ঢাকায় বাড়ছে ভ্যাপসা গরম।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রাজশাহী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

আগামী তিন দিন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলেও জানান মনোয়ার হোসেন।

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা গত রোববার সন্ধ্যায় কক্সবাজার-মিয়ানমার উপকূল অতিক্রম করে। পরে এটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে সোমবার সকালে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়। পরে এটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে বলে আবহাওয়া দপ্তর থেকে জানা গেছে।

শেয়ার করুন