চবিতে ভর্তিযুদ্ধ শুরু, প্রতি আসনে লড়ছেন ৪১ জন

মত ও পথ ডেস্ক

চবিতে ভর্তি পরীক্ষা শুরু ২৬ অক্টোবর থেকে
ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্নাতক (সম্মান) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ মে) বেলা ১১টা থেকে পরীক্ষা শুরু হয়। আজ অনুষ্ঠিত হচ্ছে ‘এ’ ইউনিটের পরীক্ষা।

এবছর আবেদনকারী দুই লাখ ৫৬ জন। আসন রয়েছে চার হাজার ৯২৬টি। সে হিসেবে প্রতি আসনের জন্য লড়বেন ৪১ জন ভর্তিচ্ছু।

‘এ’ ইউনিটে আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা ৭৪ হাজার ৬৫৯ জন। প্রথমদিন ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় দুই শিফটে ১৮ হাজার ৬৬৫ জন করে মোট ৩৭ হাজার ৩৩০ জন অংশ নিচ্ছেন। দ্বিতীয় দিনে (১৭ মে) পরীক্ষা দেবেন ৩৭ হাজার ৩২৯ জন। তারাও সমান দুই ভাগে বিভক্ত থাকছেন সকাল ও বিকেলের শিফটে।

১৮ ও ১৯ মে ‘বি’ ইউনিট, ২০ ও ২১ মে ‘সি’ ইউনিট এবং ২২ ও ২৩ মে ‘ডি’ ইউনিটের পরীক্ষা হবে। এছাড়া ২৪ মে ‘বি-১’ উপ-ইউনিট ও ২৫ মে ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিবছরের মতো এবারও বহুনির্বাচনি পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করা হবে। ১২০ নম্বরের পরীক্ষায় পাস নম্বর নম্বর ৪০। ১০০ নম্বর বহুনির্বাচনি এবং ২০ মার্ক যোগ হবে এসএসসি ও এইচএসসির জিপিএ থেকে। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। তবে দ্বিতীয়বার ভর্তিচ্ছুদের মোট নম্বর থেকে পাঁচ নম্বর কেটে নম্বর হিসাব করা হবে।

শেয়ার করুন