মেসিকে সৌদি আরবের নতুন প্রস্তাব, ১ বছরে প্রায় ৬০০০ কোটি টাকা

ক্রীড়া ডেস্ক

লিওনেল মেসিকে ফিরিয়ে নিতে নানা রকমের অঙ্ক কষছে বার্সেলোনা। প্রায় প্রতিদিনই এ নিয়ে বিভিন্ন খবরও আসছে। এর মধ্যেই লা লিগা সম্প্রচারকারী প্রতিষ্ঠান মিডিয়াপ্রোর প্রধান জাউমে রুরেস দাবি করেছেন, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে পেতে নতুন প্রস্তাব দিয়েছে সৌদি আরব। নতুন সেই প্রস্তাবে অর্থের পরিমাণ বেড়েছে।

রুরেসের দাবি, মেসিকে ১ বছরের জন্য ৫০ কোটি ইউরো দেবে সৌদি আরব। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫ হাজার ৮০০ কোটি টাকা।

universel cardiac hospital

এর আগে জানা গিয়েছিল, মেসিকে ২ বছরের জন্য পেতে সৌদি আরব ৪০ কোটি ইউরো দেবে। বার্তা সংস্থা এএফপি খবর দিয়েছিল, আগামী মৌসুমে সৌদি আরবের ফুটবলে খেলার চুক্তি সেরে ফেলেছেন মেসি। এ খবর অবশ্য উড়িয়ে দিয়ে মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি বলেছিলেন, তার ছেলের সঙ্গে কোনো ক্লাবের চুক্তি হয়নি।

মেসি সৌদি আরবের ফুটবলে খেলার চুক্তি সেরে ফেলেছেন, এমন খবর আসার পরও অবশ্য তার সম্ভাব্য গন্তব্য নিয়ে গুঞ্জন থামেনি। এর মধ্যে বার্সেলোনা লা লিগার শিরোপা জয় নিশ্চিত করার পর ক্লাবের সভাপতি হোয়ান লাপোর্তাকে সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন—মেসিকে ক্যাম্প ন্যুতে ফেরাতে কতদূর এগিয়েছে তারা।

শেয়ার করুন