সংবাদমাধ্যমের ক্যামেরা প্রবেশে কড়াকড়ি তুলে নিল এফডিসি

বিনোদন প্রতিবেদক

চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সংবাদ সংগ্রহের জন্য গণমাধ্যমের ক্যামেরা প্রবেশে কড়াকড়ি নিয়ে সমালোচনার মুখে সিদ্ধান্তটি প্রত্যাহার করেছে প্রতিষ্ঠানটি। তবে ইউটিউব চ্যানেলের ক্যামেরা প্রবেশে অনুমতি নিতে হবে।
গতকাল বুধবার এফডিসির এক দাপ্তরিক আদেশে বলা হয়, সংবাদ গ্রহণের উদ্দেশ্যে মিডিয়ার ক্যামেরা প্রবেশ করলে অবশ্যই বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক বরাবর নিজস্ব লেটার হেডপ্যাডে আবেদন করতে হবে।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানান চলচ্চিত্র সাংবাদিকেরা। এই সিদ্ধান্ত প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন অনেকে। বিষয়টি নিয়ে আলোচনার মধ্যেই দাপ্তরিক আদেশটি সংশোধন করেছে এফডিসি কর্তৃপক্ষ।

universel cardiac hospital

আজ বৃহস্পতিবার বিকেলে দেওয়া আদেশে বলা হয়, শুধু যে সব মিডিয়ার ক্যামেরা বাণিজ্যিক উদ্দেশ্যে বিএফডিসিতে প্রবেশ করবে, তাদেরকে পরিচালক (উৎপাদন) বরাবর আবেদন করতে হবে।

শেয়ার করুন