স্বদেশ প্রত্যাবর্তন

সাখাওয়াত জাকি

সাখাওয়াত জাকি
সাখাওয়াত জাকি। ফাইল ছবি

তোমার সাথে-ই হয়তো ফিরে এলো বাঙালির প্রাণের স্লোগান ‘জয় বাংলা’,
তাইতো ফিরে ফিরে আসে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা আরো কত প্রিয় শব্দ –
তুমি এলে বলেই হয়তো মানুষ জিতেছে বারবার;
হেরেছে হায়না, সাম্প্রদায়িক ঊর্দি ওয়ালা।
আমার কন্ঠে ফিরে এলো জারি, সারি আর ভাটিয়ালি সুর; যা ছিলো চিরতরে স্তব্ধ !
তুমি এসেছো বলেই একাত্তরের হাতিয়ার গর্জে উঠেছে বারবার
তুমি আছো বলেই আমি ছাঁই-ভস্মের উপর দাঁড়িয়ে বেঁচে উঠি – আবার; আবার এবং আর একবার ।।

শেয়ার করুন

universel cardiac hospital