নিরপেক্ষ সরকারের আড়ালে চলছে ক্ষমতা দখলের পাঁয়তারা: ইনু

কুষ্টিয়া প্রতিনিধি

জাসদ সভাপতি হাসানুল হক ইনু (ফাইল ছবি)

নিরপেক্ষ সরকারের আড়ালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান সরকারকে উৎখাত করে দেশ বিরোধীদের নিয়ে ক্ষমতা দখলের পাঁয়তারা চলছে বলে জানিয়েছেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু।

আজ শুক্রবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার সব মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় যোগদানের আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

universel cardiac hospital

হাসানুল হক ইনু বলেন, বর্তমান সরকার যে গণতন্ত্র মেরামত করছে, সেই গণতন্ত্রকে রক্ষা করতে জামায়াত, জঙ্গি, রাজাকারদের সঙ্গে জোটবদ্ধ সরকার গঠনের পাঁয়তারা রুখতে হবে। এ সময় জাসদের কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন