শিক্ষার প্রতি ক্ষেত্রে গুণগত মান অর্জন করতে চাই: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি

দীপু মনি
শিক্ষামন্ত্রী দীপু মনি। ফাইল ছবি

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, উচ্চশিক্ষাসহ শিক্ষার প্রতিটি ক্ষেত্রে আমরা গুণগত মান অর্জন করতে চাই। ইতিমধ্যে আমরা নতুন শিক্ষাক্রম চালু করেছি। এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা চিন্তা করতে ও সমস্যা সমাধান করতে শিখবে। তারা মননশীল, মানবিক ও সৃজনশীল মানুষ হবে।

আজ শনিবার দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, পৃথিবীতে এখন প্রতিযোগিতার চেয়ে সহযোগিতার ওপর জোর দেওয়া হচ্ছে অনেক বেশি। কাজেই আমাদের শিক্ষার্থীরা যাতে সহযোগিতামূলক পরিবেশে শিখতে পারে, সে সুযোগ করে দিতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে দীপু মনি আরও বলেন, আপনারা যা শিখবেন, তা যেন প্রয়োগ করতে শেখেন। উচ্চশিক্ষা শেষ করে যখন বেরিয়ে যাবেন, তখন আপনারা উদ্যোক্তা বা চাকরীজীবী যা–ই হবেন, এর জন্য তৈরি হতে পেরেছেন কি না, এটা গুরুত্বপূর্ণ।

শেয়ার করুন