সপ্তম শিরোপার লক্ষ্যে মাঠে নামছে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

আজ শনিবার দিবাগত রাতে শুরু হচ্ছে ফিফা অনূর্ধ্ব–২০ বিশ্বকাপ। যেখানে খোঁজা হবে ফুটবলের আগামী তারকাদের। টুর্নামেন্টের আয়োজক দেশ আর্জেন্টিনা। অথচ এই টুর্নামেন্টে খেলারই কথা ছিল না তাদের। কারণ, মেসিদের দেশ কোয়ালিফায়ার পর্বই পার হতে পারেনি। কিন্তু ইন্দোনেশিয়া থেকে টুর্নামেন্টটি সরে যাওয়ায় স্বাগতিক হিসেবে সে সুযোগ পায় আলবেলিস্তেরা।

১৯৭৭ সালে চালু হওয়া অনূর্ধ্ব–২০ বিশ্বকাপের এবার ২৩তম আসর। চলবে ২০ মে থেকে ১১ জুন পর্যন্ত। আগের ২২ প্রতিযোগিতায় সর্বোচ্চ ছয়বার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছে পাঁচবার।

universel cardiac hospital

স্বাগতিক আর্জেন্টিনা আছে ‘এ’ গ্রুপে। উজবেকিস্তান ছাড়া আলবেলিস্তেদের বাকি দুই প্রতিপক্ষ গুয়াতেমালা ও নিউজিল্যান্ড। উদ্বোধনী দিনেই সপ্তম শিরোপার লক্ষ্যে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা।

প্রথম ম্যাচে আলবেলিস্তেরা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে উজবেকিস্তানকে। খেলাটি অনুষ্ঠিত হবে ঘরের মাঠ স্তাদিও ইউনিকো মাদ্রিদে কুইদাদেসে। বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায়।

শেয়ার করুন