লুঙ্গি পরে কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি পরিচালক

বিনোদন ডেস্ক

চলছে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসর। উৎসবের মার্শে দ্যু ফিল্ম শাখায় আজ শনিবার সেখানকার স্থানীয় সময় সন্ধ্যায় প্রিমিয়ার হবে অরণ্য আনোয়ার পরিচালিত ‘মা’ ছবির।

কান উৎসবে অংশ নিতে ছবির পরিচালক অরণ্য আনোয়ার ও প্রযোজক পুলক কান্তি এখন সেখানে অবস্থান করছেন। এদিকে মার্শে দ্যু ফিল্ম শাখায় ছবিটির প্রিমিয়ারে অংশ নিতে পরিচালক অরণ্য আনোয়ার লুঙ্গি ও পাঞ্জাবি পরেছেন। ফেসবুকে লুঙ্গি ও পাঞ্জাবি পরা ছবি পোস্টও করেছেন তিনি।

কান চলচ্চিত্র উৎসবস্থল থেকে বাংলাদেশ সময় গতকাল সন্ধ্যায় ছবির পরিচালক অরণ্য আনোয়ার বলেন, লুঙ্গি আর পাঞ্জাবি পরার কারণ হচ্ছে, আমাদের পূর্বপুরুষের পোশাক ধুতি, লুঙ্গি ও পাঞ্জাবি। আমার ভাবনা ছিল, পৃথিবীর সবচেয়ে বড় ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছি, ফিল্মের বাজারে যাচ্ছি।

তিনি বলেন, এখানে আমি আমার ঐতিহ্যকে, উৎসকে তুলে ধরতে পারি। এই অসাধারণ একটি সুযোগ আছে আমার। সেই সুযোগের সদ্ব্যবহার করার জন্য আমি লুঙ্গি এবং আমার সিনেমার লোগো খচিত পাঞ্জাবি পরেছি। আমার ছবির পার্টনার পুলক কান্তি টি–শার্ট আর মাথায় জাতীয় পতাকা বেঁধেছেন।

শেয়ার করুন