ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত দখলের দাবি করেছে রাশিয়া। এ নিয়ে জাপান সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে আজ রোববার প্রশ্ন রেখেছিলেন সাংবাদিকেরা। জবাবে তিনি বলেন, ‘আমি মনে করি না।’ খবর রয়টার্সের।
জেলেনস্কির এমন জবাবের পর রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বাখমুত পতনের বিষয়টি ইউক্রেনের প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন বলে প্রতীয়মান হয়। পরে ইউক্রেনের প্রেসিডেন্টের বক্তব্যের একটা ব্যাখ্যা দেন তার মুখপাত্র সের্গেই নিকিফোরভ।
তিনি বলেন, রুশ বাহিনীর কাছে বাখমুত শহরের পতন হওয়ার বিষয়টি জেলেনস্কি নিশ্চিত করেননি। সের্গেই নিকিফোরভ তার ফেসবুক পেজে লিখেছেন, সাংবাদিকের প্রশ্ন ছিল- রাশিয়া বলেছে, তারা বখমুত দখল করেছে। প্রেসিডেন্ট জেলেনস্কির জবাব ছিল, ‘আমি মনে করি না।’
ইউক্রেনীয় ভাষায় সের্গেই নিকিফোরভ বলেন, এভাবে প্রেসিডেন্ট (জেলেনস্কি) বাখমুত রাশিয়ার দখলে যাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। গতকাল শনিবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত পুরোপুরি দখলের দাবি করে রাশিয়া।