পূর্ব তিমুরের স্বাধীনতার নায়ক গুসমাওর দল নির্বাচনে জয়ী

আন্তর্জাতিক ডেস্ক

পূর্ব তিমুরের স্বাধীনতার নায়ক সানানা গুসমাওর দল পার্লামেন্ট নির্বাচনে জয়ী হয়েছে। তবে দলটি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। আজ মঙ্গলবার নির্বাচনের সরকারি ফলাফল প্রকাশ করা হয়। খবর এএফপির।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, বিরোধী ন্যাশনাল কংগ্রেস ফর তিমোরিজ রিকনস্ট্রাকশন (সিএনআরটি) ৪১ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছে। অন্যদিকে প্রধান প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন জোট ফ্রেটিলিন পেয়েছে ২৫ দশমিক ৭ শতাংশ ভোট।

universel cardiac hospital

গত রোববার পূর্ব তিমুরের পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনের মধ্য দিয়ে ৭৬ বছর বয়সী গুসমাওর ক্ষমতায় ফেরার পথ সুগম হলো। অবশ্য এ জন্য তাঁকে জোট গঠন করতে হবে। গুসমাও দেশটির প্রথম প্রেসিডেন্ট ছিলেন। যদি কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পায়, সর্বোচ্চ ভোট পাওয়া দলকে জোট সরকার গঠনের সুযোগ দিয়েছে সংবিধান।

ভোটাররা ৬৫ আসনের পার্লামেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন। নির্বাচনে সিএনআরটি ৩১টি আসন পেয়েছে। জোট সরকার গঠনে অন্য ১৬টি দলের মধ্যে এক বা একাধিক দলের সঙ্গে তাদের কাজ করতে হবে।

শেয়ার করুন