সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকতে হবে নির্বাচনব্যবস্থা: কাদের

রংপুর প্রতিনিধি

জিএম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। ফাইল ছবি

নির্বাচন পদ্ধতি এখন যেভাবে অনুসরণ করা হচ্ছে তাতে আমাদের বিশ্বাস, নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হওয়া সম্ভব হবে না। আমরা এর পরিবর্তন চাই। সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকতে হবে নির্বাচনব্যবস্থা। সরকারের নিয়ন্ত্রণের ভেতর থেকে নির্বাচনব্যবস্থা হচ্ছে, সেখানে সরকারের ইচ্ছেমতো জয়-পরাজয় নির্ধারিত হচ্ছে। এটা কোনো নির্বাচনব্যবস্থা বলা যায় না।

আজ বুধবার বিকেলে রংপুরে পাঁচ দিনের সফরে এসে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।

তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রসঙ্গে জি এম কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমরা একসময় আন্দোলন করেছি। নির্বাচন বর্জন করেছি। আবার তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধেও আমরা এবং আওয়ামী লীগ একসঙ্গে আন্দোলন করেছিলাম। এই ব্যবস্থার বাইরেও একটি ব্যবস্থা দরকার। যেখানে জনগণ ভোটাধিকারের নিশ্চয়তা পাবে। সেই ধরনের একটি পদ্ধতি আমাদের বের করতে হবে।

শেয়ার করুন