মণিপুর সংঘাত: আদালতকে দোষারোপ অমিত শাহের

আন্তর্জাতিক ডেস্ক

অমিত শাহ
অমিত শাহ

মণিপুর হাইকোর্টের নাম উল্লেখ না করে আদালতের দেওয়া রায়ের সমালোচনা করলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আসামের রাজধানী গুয়াহাটিতে মণিপুরের বিধায়কদের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের পরে অমিত শাহ বলেন, গত ছয় বছরে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকার মণিপুরে ক্ষমতায় আসার পরে কোনো বিস্ফোরণ বা ধর্মঘট হয়নি। অথচ আদেশটি সরকারকে অস্বস্তিতে ফেলেছে। খবর এএনআইয়ের।

মণিপুরের সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়কে তফসিলি উপজাতির মর্যাদা দেওয়ার জন্য মণিপুর হাইকোর্টের সুপারিশকে কেন্দ্র করে ৩ মে থেকে চলা ধারাবাহিক সংঘর্ষে মণিপুরে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। নষ্ট হয়েছে কোটি কোটি টাকার সম্পত্তি। ঘরবাড়ি হারিয়ে ত্রাণশিবিরে রয়েছেন হাজার হাজার মানুষ। মণিপুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘও।

তবে পরিস্থিতি যা–ই হোক না কেন, তা মোকাবিলায় নরেন্দ্র মোদির সরকার প্রস্তুত বলে মন্তব্য করেন অমিত শাহ। তিনি বলেন, সমস্যা যা–ই হোক না কেন, আমরা তার সমাধান করব… আলোচনার মাধ্যমেই শান্তি ফিরবে।

আগামী সোমবার তিনদিনের সফরে মণিপুরে যাবেন অমিত শাহ। সেখানে তিনি সব পক্ষের সঙ্গে আলোচনায় বসবেন বলেও জানিয়েছেন।

শেয়ার করুন