ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে রাশিয়া সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু পুতিনের এই আমন্ত্রণে সাড়া দিতে পারছেন না লুলা। টুইট করে তিনি জানিয়েছেন, এখন তাঁর পক্ষে রাশিয়া সফর করা সম্ভব না। খবর আল-জাজিরার।
স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে টুইট করেন প্রেসিডেন্ট লুলা। ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশ নিতে তাঁকে আমন্ত্রণ করায় পুতিনকে ধন্যবাদ জানান তিনি। আগামী ১৪ থেকে ১৭ জুন রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে এই সম্মেলন হওয়ার কথা রয়েছে।
টুইটে লুলা লেখেন, পুতিনের সঙ্গে কথা বলেছি। সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে আমন্ত্রণ জানানোয় তাঁকে ধন্যবাদ জানিয়েছি। সেই সঙ্গে বলেছি, আমি এই মুহূর্তে রাশিয়া যেতে পারব না।
যদিও রাশিয়ায় কেন সফরে যেতে পারছেন না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি লুলা। তাঁর দপ্তর থেকেও এই বিষয়ে কিছু জানানো হয়নি। রাশিয়ায় যেতে না পারলেও ইউক্রেন যুদ্ধ বন্ধে ও শান্তি ফিরিয়ে আনতে ব্রাজিলের আগ্রহের কথা পুতিনের কাছে পুনর্ব্যক্ত করেছেন লুলা।