বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির পরিপ্রেক্ষিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে চিঠি পাঠিয়েছেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত। তিনি দাবি করেছেন, বিএনপির কিছুসংখ্যক শীর্ষস্থানীয় নেতা নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন। এমন বক্তব্যের ভিডিও ফুটেজ চিঠির সঙ্গে সংযুক্ত করা হয়েছে। বিএনপির নেতাদের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের ভিসা নীতি প্রযোজ্য হবে বলে চিঠিতে আশা প্রকাশ করেছেন মোহাম্মদ এ আরাফাত।
গতকাল শুক্রবার রাতে মোহাম্মদ এ আরাফাত তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই চিঠি দেওয়ার বিষয়টি জানিয়েছেন। সেখানে তিনি চিঠিতে কী আছে, সেটাও তুলে ধরেছেন।
বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র ভিসা নীতি ঘোষণা করেছে ২৪ মে। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার ক্ষেত্রে যারা বাধা সৃষ্টি করবে, তারা এই নীতির বিধিনিষেধের আওতায় পড়বে। যুক্তরাষ্ট্রের এই ভিসা নীতি ঘোষণার দুই দিন পরই দেশটির পররাষ্ট্রমন্ত্রীর কাছে বিএনপির কিছু নেতার বিরুদ্ধে নির্বাচন বিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে চিঠি পাঠালেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ এ আরাফাত।