যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতি আরোপ করে বাংলাদেশকে তাদের বাগে নিতে চাচ্ছে। এর সঙ্গে দেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন এবং মানবাধিকার সমুন্নত রাখার কোনো বিষয়ই নেই বলে মনে করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। আজ শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ার্কার্স পার্টি এসব কথা বলেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের এই ভিসা নীতিকে বৈশ্বিক পরিসরে মার্কিন মোড়লিপনার সর্বশেষ উদাহরণ। যুক্তরাষ্ট্র বাংলাদেশের নীতিতে অসন্তুষ্ট হয়ে সরকার পরিবর্তনের পুরোনো নীতি অনুসরণ করছে। নতুন এই ভিসা নীতি সেই কৌশলেরই অংশ।
ওয়ার্কার্স পার্টি বলছে, নতুন বিশ্ব পরিস্থিতিতে দেশে দেশে সরকার পরিবর্তন ঘটানোর অতীতের সক্ষমতা এখন আর যুক্তরাষ্ট্রের নেই। তাই তারা এখন নিষেধাজ্ঞা, ভিসা নীতি ও বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করার মতো নতুন নতুন কৌশল নিচ্ছে। বাংলাদেশেকেও তারা এর মাধ্যমে বাগে আনতে চাইছে।
মার্কিন এ ভিসা নীতিতে সাধারণ মানুষের কিছু যায় আসে না উল্লেখ করে ওয়ার্কার্স পার্টি বলেছে, যারা ব্যাংক লুট করে সেই টাকা পাচার করছেন, অবৈধ বাণিজ্যে লিপ্ত, যুক্তরাষ্ট্রকে শেষ আশ্রয়স্থল মনে করেন, তারাই আতঙ্কিত হবে ও যুক্তরাষ্ট্রের কথা মতো কাজ করবে।
এই ভিসা নীতিতে বিএনপি ও তাদের সহযোগীরা উল্লসিত হওয়ার বিষয়টিকে ‘পাগলের সুখ মনে মনে’ মন্তব্য করে ওয়ার্কার্স পার্টি বলছে, বাংলাদেশের নির্বাচন অভ্যন্তরীণ ব্যাপার। দেশের জনগণই অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনই তার উদাহরণ।