ভোটের বছরে ইসির জন্য বরাদ্দ ২ হাজার ৪০৬ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বছরে নির্বাচন কমিশনের (ইসি) জন্য প্রস্তাবিত বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ২ হাজার ৪০৬ কোটি ৪৯ লাখ টাকা। আগের অর্থবছরের তুলনায় এবার বরাদ্দ বেড়েছে প্রায় ৭০ শতাংশ। চলতি অর্থবছরে ইসির জন্য বরাদ্দ (সংশোধিত বাজেট) রয়েছে ১ হাজার ৪২৩ কোটি ১৩ লাখ ৫২ হাজার টাকা।

নতুন অর্থবছরে ইসির জন্য রাখা বরাদ্দের বড় অংশই ব্যয় হবে জাতীয় সংসদ নির্বাচনসহ বেশ কিছু স্থানীয় সরকারের নির্বাচনে। আগামী ডিসেম্বরের শেষ বা জানুয়ারির শুরুতে সংসদ নির্বাচন হবে। এরপর বিভিন্ন স্থানীয় সরকারের নির্বাচন রয়েছে।

universel cardiac hospital

২০২৩–২৪ অর্থবছরে নির্বাচন কমিশন যেসব কাজ বাস্তবায়ন করবে, তার মধ্যে আছে- দ্বাদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচন, ৬টি সিটি করপোরেশন নির্বাচন, ৯টি পৌরসভার সাধারণ নির্বাচন, ৪৫৪টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন, ১০০টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন এবং জাতীয় সংসদ ও স্থানীয় সরকারের উপনির্বাচন।

শেয়ার করুন