স্বাস্থ্যের বাজেট ৫.৪ থেকে ৫ শতাংশে নেমে এলো

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতে আগামী ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। গত অর্থবছর অর্থাৎ ২০২২-২৩ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৩৬ হাজার ৮৬৩ কোটি টাকা। আজ বৃহস্পতিবার ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে এ বরাদ্দের প্রস্তাব রেখেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

গত বছরের বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দের তুলনায় এবার বরাদ্দ বেড়েছে ১ হাজার ৮৮৯ কোটি টাকা। গত বাজেটের তুলনায় এর বৃদ্ধি ৩ দশমিক ২২ শতাংশ। তবে মোট বাজেটে খাতওয়ারি বরাদ্দের নিরিখে এবার স্বাস্থ্য খাতে ব্যয় কমেছে।

universel cardiac hospital

এবার বাজেটের আকার হলো ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। গতবার এর আকার ছিল ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।

শেয়ার করুন