সুইডেন শিগগির ন্যাটোতে যোগ দেবে বলে আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও এ বিষয়ে এখনো বিরোধিতা করছে তুরস্ক ও হাঙ্গেরি। তবে সম্প্রতি ন্যাটোতে যোগ দিয়েছে ফিনল্যান্ড। খবর আল-জাজিরার।
বৃহস্পতিবার (১ জুন) যুক্তরাষ্ট্রের এয়ার ফোর্স অ্যাকাডেমি গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে বক্তৃতাকালে বাইডেন ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের মধ্যেও ন্যাটোর ঐক্যের প্রশংসা করেন।
প্রেসিডেন্ট বলেন, ন্যাটো কয়েক দশকের তুলনায় আরও সক্রিয় ও আরও ঐক্যবদ্ধ। নতুন মিত্র ফিনল্যান্ডের কারণে এটি এখন আরও শক্তিশালী। তাছাড়া খুব দ্রুতই সুইডেনও জোটে যোগ দেবে। এটা ঘটবেই। আমি আপনাদের অঙ্গীকার করে বলতে পারি।
কয়েকদিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ন্যাটোর সদস্য পদের ক্ষেত্রে সুইডেনের প্রস্তাব অনুমোদনের জন্য তুরস্কের প্রতি আহ্বান জানান।
ব্লিঙ্কেন বলেন, যুক্তরাষ্ট্রের দিক থেকে সুইডেনকে ন্যাটোর সদস্য করার এখনই উপযুক্ত সময়।
শীর্ষ মার্কিন এই কূটনীতিক আশা প্রকাশ করে জানিয়েছেন, জুলাই মাসে লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে প্রক্রিয়াটি শেষ হবে।