রাশিয়ায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবিজ্ঞানীর বিচার শুরু

আন্তর্জাতিক ডেস্ক

আনাতোলি মাসলভ রাশিয়ার একজন খ্যাতনামা বিজ্ঞানী। দেশটির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার মাসলভের বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোহের’ আনুষ্ঠানিক বিচার শুরু করেছে রাশিয়া। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ‘রাষ্ট্রবিরোধী’ কাজে যুক্ত ছিলেন। খবর আল জাজিরার।

মাসলভ কাজ করতেন রাশিয়ার সাইবেরিয়ার নভোসিব্রিস্ক শহরের একটি ইনস্টিটিউটে। সেখানকার তিনজন বিজ্ঞানীর বিরুদ্ধে ‘রাষ্ট্রবিরোধী’ কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগ এনেছে ক্রেমলিন। তাদেরই একজন মাসলভ। অন্য দুজন হলেন ভ্যালেরি জাভেগিন্তশেভ ও আলেক্সান্দার শিপলিউক।

universel cardiac hospital

স্থানীয় সময় গতকাল সেন্ট পিটার্সবার্গের আদালতে মাসলভের বিচার শুরু হয়েছে। অভিযুক্ত তিন বিজ্ঞানীর মধ্যে সবার আগে মাসলভের বিচার শুরু হলো। ক্রেমলিন জানিয়েছে, এ তিনজনের বিরুদ্ধে ‘গুরুতর অভিযোগ’ রয়েছে।

গোপন প্রক্রিয়ার মধ্য দিয়ে মাসলভের বিচার করা হচ্ছে। বিচারপ্রক্রিয়া–সংক্রান্ত কোনো তথ্য সংবাদমাধ্যমে কিংবা প্রকাশ্যে জানানো হয়নি। বিচারপ্রক্রিয়া নিয়ে কথা বলার জন্য মাসলভের আইনজীবীর সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

শেয়ার করুন