এফএও’র প্রতিবেদন : বিশ্বব্যাপী খাদ্যের দাম ২ বছরের মধ্যে সর্বনিম্ন মে মাসে

মত ও পথ ডেস্ক

খাদ্যপণ্য
খাদ্যপণ্য। ফাইল ছবি

জাতিসংঘের খাদ্য সংস্থার বৈশ্বিক খাদ্যমূল্যের সূচক মে মাসে দুই বছরের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে। কারণ, চিনি ও মাংসের দাম বেড়ে যাওয়ার পরও উদ্ভিজ্জ তেল, খাদ্যশস্য ও দুগ্ধজাত পণ্যের দাম কমায় সার্বিক মূল্যসূচক নিম্নমুখী রয়েছে। খবর রয়টার্সের।

বিশ্বব্যাপী সবচেয়ে বেশি বাণিজ্য হয়, এমন সব পণ্যের দাম ওঠানামার ওপর নজর রাখে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা-এফএও। শুক্রবার সংস্থাটি জানায়, গত মাসের সংশোধিত ১২৭ দশমিক ৭ পয়েন্টের তুলনায় মে মাসে খাদ্যমূল্যের গড় সূচক ছিল ১২৪ দশমিক ৩ পয়েন্ট। ২০২১ সালের এপ্রিলের তুলনায় মে মাসে স্কোর ছিল সর্বনিম্ন। এর মানে, ইউক্রেনে রাশিয়ার হামলার পর ২০২২ সালের মার্চে পৌঁছানো সর্বকালের সর্বোচ্চ পয়েন্ট থেকে এখন ২২ শতাংশ কমে এসেছে।

universel cardiac hospital

খাদ্যশস্যের সরবরাহ এবং চাহিদা সম্পর্কিত পৃথক প্রতিবেদনে সংস্থাটি এ বছর বিশ্ব শস্য উৎপাদনের পূর্বাভাস দিয়েছে ২ দশমিক ৮১৩ বিলিয়ন টন।

শেয়ার করুন