আগামী ৭ জুন (বুধবার) ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা করবে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ। ঐদিন বিকাল ৪ টায় শহরের সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে এ আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো.হেলাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা থাকবেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার। বিশেষ অতিথি থাকবেন পৌর মেয়র মিসেস নায়ার কবীর, জেলা আওয়ামী লীগ সহসভাপতি হাজি হেলাল উদ্দিন, যুগ্ম-সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু।
আজ রোববার বিকালে অনুষ্ঠিত আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রস্তুতি সভায় এসকল সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
শহরের হালদারপাড়াস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো.হেলাল উদ্দিন, সহসভাপতি হাজি হেলাল উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক এড.মাহবুবুল আলম খোকন(পিপি), বিজয়নগর উপজেলা চেয়ারম্যান নাসিমা মুকাই আলী, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহিদ খান লাভলু, সৈয়দ মিজানুর রেজা, শেখ মো.মহসিন, পৌর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুসলিম মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূঞা, সাধারণ সম্পাদক এমএইচ মাহবুব আলম, আওয়ামী লীগ নেতা আবদুল খালেক বাবুল, মো.মনির হোসেন, মাহমুদুর রহমান জগলু. ফারুকুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি মিসেস মিনারা আলম, জেলা যুবলীগ সভাপতি এড.শাহানুর ইসলাম, জেলা স্বে”ছাসেবকলীগ সভাপতি এড.লোকমান হোসেন, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান আরিফ, জেলা পরিবহন শ্রমিকলীগ সভাপতি বারীন্দ্রনাথ ঘোষ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান তানিম, জেলা মৎস্যজীবি লীগ সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক শাহ পরান, জেলা তাঁতী লীগ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন প্রমুখ।