সোমবার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি

নিজস্ব প্রতিবেদক

পেঁয়াজ
ফাইল ছবি

বাজারে অস্বাভাবিকভাবে দাম বেড়ে যাওয়ায় আগামীকাল সোমবার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে। সীমিত আয়ের মানুষের কষ্ট লাঘবসহ সব ভোক্তার স্বার্থ রক্ষায় এ সিদ্ধান্ত গ্রহণ করেছে কৃষি মন্ত্রণালয়। আজ রোববার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এর আগে ২১ মে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছিলেন, পেঁয়াজের বাজার নিয়ে যে অবস্থা সৃষ্টি হয়েছে, তাতে আমদানি ছাড়া কোনো উপায় নেই। বাজারে ভোক্তা পর্যায়ে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় আমদানি করার জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে কৃষি মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।

universel cardiac hospital

বাণিজ্যমন্ত্রী তখন বলেছিলেন, আমাদের দেশে পেঁয়াজ উৎপাদন পর্যাপ্ত হয়েছে। কিন্তু বেশি মুনাফা লাভের আশায় অনেকে পেঁয়াজ মজুত রেখে সংকট তৈরি করে বাজারকে অস্থিতিশীল করছে। আমদানির পর বাজারে স্থিতিশীলতা আসবে বলে আশা করছি।

শেয়ার করুন