ঐতিহাসিক ছয়দফা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

৭ জুন ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ। আজ বুধবার বিকালে শহরের সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে বিপুল সংখ্যক নেতাকমীর উপস্থিতিতে এ সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সিনিয়র সহসভাপতি ও সাবেক পৌর মেয়র মো.হেলাল উদ্দিন।

পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো.রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সহসভাপতি হাজি মো.হেলাল উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু।

universel cardiac hospital

সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক, বিজ্ঞ পিপি এড.মাহবুবুল আলম খোকন, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূঞা, জেলা আওয়ামী লীগের সাবেক উপদপ্তর সম্পাদক মো.মনির হোসেন, পৌর আওয়ামী লীগ সহসভাপতি জামাল খান, জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এড.তাসলিমা সুলতানা খানম নিশাত, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক এড.সিরাজুল ইসলাম ফেরদৌস, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এড.লোকমান হোসেন,সাধারণ সম্পাদক সাইদুজ্জামান আরিফ, জেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক আশরাফ খান আশা, জেলা কৃষক লীগ যুগ্ম-আহবায়ক সেলিম ভূঞা, জেলা যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক আলম তারা দুলি, পরিবহন শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান তানিম, জেলা তাঁতী লীগ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল,নজেলা মৎস্যজীবি লীগ সাধারণ সম্পাদক শাহ পরান, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন, সরকারি কলেজ শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জুবায়ের মাহমুদ শ্রাবণ ও পৌর ছাত্রলীগ সভাপতি সামী আহমেদ নাবিল।

সভাপতির বক্তব্যে জেলা আওয়ামী লীগ সিনিয়র সহসভাপতি ও সাবেক পৌর মেয়র মো.হেলাল উদ্দিন বলেন, ঐতিহাসিক ৬ দফা ছিলো বাংলার মানুষের অবিসংবাদিত কন্ঠস্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পেশ করা বাঙালির মুক্তির সনদ। ৬ দফার আন্দোলন থেকেই বাংলার মানুষ বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতার পথে হেঁটেছিলো।

তিনি আরো বলেন,১৯৬৬ সালে ঐতিহাসিক ৬ দফার পক্ষে বঙ্গবন্ধুর অনুসারী আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকমীরা ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ ছিলো। আগামী দিনে আমরাও শেখ হাসিনার নেতৃত্বে স্মাট বাংলাদেশ প্রতিষ্ঠায় এমন ঐক্যবদ্ধ থাকবো।

শেয়ার করুন