পাকিস্তানে আবারও রাত আটটায় দোকানপাট বন্ধের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

জ্বালানিসংকটের কারণে আবারও পাকিস্তানের দোকানপাট ও বাণিজ্যিক ভবন রাত আটটার মধ্যে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের (এনইসি) বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। খবর ডনের।

বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল। তিনি বলেন, আগামী ১ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। জ্বালানি সংরক্ষণের জন্য নেওয়া পদক্ষেপের অংশ হিসেবে এ সুপারিশ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, রাত আটটার মধ্যে দোকানপাট ও বাণিজ্যিক ভবন বন্ধ করা হবে।

universel cardiac hospital

অর্থনৈতিক সংকটের কারণে গত জানুয়ারিতেও পাকিস্তানে রাত আটটার মধ্যে বিপণিবিতান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল। এ ছাড়া রাত ১০টার মধ্যে বিয়ের অনুষ্ঠানের হলগুলো ফাঁকা করারও নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা এ পদক্ষেপের বিরোধিতা করায় সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

শেয়ার করুন