আদালত পরিবর্তনে জাপানি ২ শিশুর বাবার আবেদন, হাইকোর্টে খারিজ

মত ও পথ ডেস্ক

জাপানি মায়ের দুই শিশু
জাপানি মায়ের দুই শিশু। সংগৃহীত ছবি

জাপানি দুই শিশু, জেসমিন মালিকা ও লাইলা লিনা কার জিম্মায় থাকবে এ সংক্রান্ত আপিল শুনানিতে বিচারকের প্রতি আস্থাহীনতায় আদালত পরিবর্তন চেয়ে বাবা ইমরান শরীফ আবেদন করেন। সেই আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১২ জুন) হাইকোর্টের বিচারপতি মামনুন রহমানের বেঞ্চ আবেদন খারিজ করেন।

এসময় আদালতের শুনানিতে ইমরান শরীফের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নাসিমা আক্তার লাভলী। আর জাপানি মায়ের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

universel cardiac hospital

এ আদেশের পর আবেদনকারী আইনজীবী অ্যাডভোকেট নাসিমা আক্তার লাভলী জানান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করবেন তারা।

এর আগে জাপানি দুই শিশু, জেসমিন মালিকা ও লাইলা লিনা কার জিম্মায় থাকবে এ সংক্রান্ত আপিল শুনানিতে বিচারকের প্রতি আস্থাহীনতায় আদালত পরিবর্তন চেয়ে বাবা ইমরান শরীফ হাইকোর্টে আবেদন করেন। মঙ্গলবার (৬ জুন) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ইমরান শরীফের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী নাসিমা আক্তার লাভলী এ আবেদন করেন।

শেয়ার করুন