মধ্যপ্রাচ্য-উত্তর আফ্রিকায় গত বছর ৩৮০০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

অভিবাসনপ্রত্যাশী
ফাইল ছবি

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা (মিনা) অঞ্চলের অভিবাসন রুটগুলোয় গত বছর প্রায় ৩ হাজার ৮০০ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) প্রকাশ করা এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর রয়টার্সের।

জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা আইওএমের সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। সংস্থাটির মিসিং মাইগ্র্যান্টস প্রজেক্টের (এমএমপি) বার্ষিক প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের সমুদ্র ও স্থল রুটে ৩ হাজার ৭৮৯ জন অভিবাসনপ্রত্যাশীর মারা যাওয়ার তথ্য তারা নথিভুক্ত করেছে। এই রুটের মধ্যে সাহারা মরুভূমি ও ভূমধ্যসাগর অতিক্রমের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

আইওএমের তথ্য অনুযায়ী, ২০১৭ সালের পর গত বছর এই অঞ্চলের অভিবাসন রুটগুলোয় সর্বোচ্চসংখ্যক অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। ছয় বছর আগে (২০১৭ সাল) এই রুটে সর্বোচ্চ ৪ হাজার ২৫৫ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর তথ্য নথিভুক্ত করা হয়েছিল।

আইওএম বলছে, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের রুটে ২০২১ সালের চেয়ে ২০২২ সালে ১১ শতাংশ বেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। আইওএমের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আঞ্চলিক পরিচালক ওথমান বেলবেইসি বলেন, অঞ্চলটির বিভিন্ন রুটে অভিবাসনপ্রত্যাশীদের এই উদ্বেগজনক মৃত্যুর বিষয় তাদের নিরাপত্তা-সুরক্ষা বাড়াতে অবিলম্বে মনোযোগের পাশাপাশি সমন্বিত প্রচেষ্টার দাবি রাখে।

শেয়ার করুন