‘রূপবান’ অভিনেত্রী সুজাতাকে জমিসহ দোতলা বাড়ি দিল ঢাকা জেলা প্রশাসন

বিনোদন প্রতিবেদক

এক ‘রূপবান’ চলচ্চিত্র দিয়েই মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন সুজাতা। শতাধিক চলচ্চিত্রের এই অভিনেত্রী একাধারে পরিচালক ও প্রযোজকও। কয়েক বছর ধরে লেখালেখিও করছেন। তবে বয়সের কারণে এখন আর কোনো কিছুতেই আগের মতো নিয়মিত নন। রামপুরা মহানগর প্রজেক্ট এলাকায় ভাড়া বাসায় ছিলেন। দেশের চলচ্চিত্রের বরেণ্য এই অভিনেত্রী ঢাকা জেলা প্রশাসকের সঙ্গে দেখা করে আবাসনের ব্যবস্থা করতে অনুরোধ করেন। সেই পরিপ্রেক্ষিতে চিত্রনায়িকা সুজাতা আজিমকে পুরান ঢাকার ওয়ারীতে থাকার জন্য মঙ্গলবার জমিসহ একটি বাড়ি দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। এটি একটি অর্পিত সম্পত্তি। নিয়মিত লিজ ফি পরিশোধের শর্তে তিনি এখানে থাকবেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, রামপুরা মহানগর প্রজেক্ট এলাকার একটি ভাড়া বাসায় আর্থিক অসচ্ছলতার সঙ্গে দিনযাপন করছিলেন অভিনেত্রী সুজাতা। বিষয়টি ঢাকার জেলা প্রশাসনের নজরে এলে তাঁর আবাসনের জন্য একটি উপযুক্ত বাড়ি খুঁজে বের করার নির্দেশনা দেন জেলা প্রশাসক। পরে ওয়ারীর লালচান মকিম লেনের এই অর্পিত সম্পত্তি অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার করে ঢাকা জেলা প্রশাসন। এখানেই সপরিবার এই অভিনয়শিল্পীর থাকার ব্যবস্থা করা হয়।

universel cardiac hospital

ঢাকা জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে, সুজাতাকে দেওয়া বাড়িটি তিন কাঠা আয়তনের। দোতলা এই বাড়ির একটা ফ্লোর চাইলে তিনি ভাড়াও দিতে পারবেন। নিচতলায় একটা দোকানও আছে, চাইলে সেটাও ভাড়া দিতে পারবেন। পুরো বাড়িটির জন্য সুজাতাকে বাৎসরিক এক লাখ টাকার মতো ভাড়া পরিশোধ করতে হবে। যত দিন পর্যন্ত লিজ মানি নবায়ন করবেন, তত দিন থাকতে পারবেন। তাঁর পরিবারও থাকতে পারবে।

ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, জেলা প্রশাসন সামাজিক দায়বদ্ধতা থেকে এই উদ্যোগ নিয়েছে। জেলায় সব অবৈধ দখলে থাকা অর্পিত সম্পত্তি উদ্ধারে প্রশাসন কাজ করছে। আমরা এসব উদ্ধার হওয়া সম্পত্তি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিসহ দেশে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি ও সংগঠনকে ব্যবহারের জন্য দেব।

সুজাতা আজিম শিল্পকলার চলচ্চিত্র শাখায় অবদানের জন্য ২০২১ সালে সরকার প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হন। ১৯৬৫ সালে ‘রূপবান’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই শিল্পী সর্বাধিক পরিচিতি লাভ করেন।

শেয়ার করুন