সোয়া দুই কোটি টাকা বাকি, সিরাজগঞ্জের ৯টি প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রায় সোয়া দুই কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সিরাজগঞ্জের ৯টি প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন করেছে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো)। পরে আংশিক বকেয়া পরিশোধ ও সময় নেওয়ার পর এসব প্রতিষ্ঠানে সংযোগ দেওয়া হয়।

বুধবার সকাল থেকে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়। দুপুরের পর থেকে প্রতিষ্ঠানগুলো কিছু বকেয়া পরিশোধ ও বাকি বিল পরিশোধের জন্য সময়ের আবেদন করলে আবার সংযোগ দেওয়া হয়। প্রতিষ্ঠানগুলো হলো- গণপূর্ত অধিদপ্তর, হর্টিকালচার সেন্টার, পৌরসভার মাছিমপুর পানির ট্যাংক ও চৌরাস্তা পানির ট্যাংক, জেলা মডেল মসজিদ, উপজেলা মডেল মসজিদ, জেলা পাবলিক লাইব্রেরি, মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স এবং সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল ক্যান্টিন।

universel cardiac hospital

নেসকোর সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ বিভাগ-১) আব্দুর রউফ সরদার এ তথ্য নিশ্চিত করে জানান, ১০টি প্রতিষ্ঠানে প্রায় সোয়া দুই কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। পরবর্তীতে কিছু বকেয়া নগদ পরিশোধ এবং এই মাসের মধ্যে বাকি বিল পরিশোধের জন্য সময় চাইলে সব প্রতিষ্ঠানে আবার সংযোগ দেওয়া হয়।

শেয়ার করুন