যুক্তরাজ্যে পানির ব্যবহারে বিধিনিষেধ

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চলে প্রচণ্ড গরমের কারণে সুপেয় পানির চাহিদা রেকর্ড পরিমাণ বেড়ে গেছে। তাই সেখানকার লাখ লাখ মানুষের বাগানে হোসপাইপ দিয়ে পানি দেওয়া, গাড়ি ধোয়া নিষিদ্ধ হতে যাচ্ছে। শুক্রবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানায়। খবর এএফপির।

দক্ষিণাঞ্চলীয় কেন্ট ও সাসেক্স অঞ্চলে বসবাসকারীদের জন্য ২৬ জুন থেকে এই অস্থায়ী নিষেধাজ্ঞা কার্যকর হবে। কারণ, গ্রীষ্মে সেখানে খুবই কম বৃষ্টিপাত হবে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

universel cardiac hospital

সাউথ ইস্ট ওয়াটার জানিয়েছে, প্রতিদিন কোম্পানিটি অতিরিক্ত ১২ কোটি লিটার পানি সরবরাহ করার পরও জুন মাসে পানির চাহিদা রেকর্ড ছাড়িয়েছে। এমনকি শৌচাগারে পানির সংকটে শুক্রবার ইস্ট সাক্সেসে তিনটি স্কুল আংশিক বন্ধ করতে বাধ্য হয়েছে।

প্রধান নির্বাহী ডেভিড হিনটন বলেন, গত বছরের তুলনায় পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছে। শুধু প্রয়োজনীয় কাজে পানি ব্যবহার করতে গ্রাহকদের অনুরোধ জানানো হয়েছে। তারপরও দুঃখজনকভাবে এখন কেন্ট ও সাসেক্সজুড়ে গ্রাহকদের জন্য পানির সরবরাহ স্বাভাবিক রাখতে এই সাময়িক নিষেধাজ্ঞা চালু করা ছাড়া আর কোনো উপায় নেই।

শেয়ার করুন