ডেঙ্গুতে দুই জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৩ জন

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু
ফাইল ছবি

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৬। জুন মাসের এ পর্যন্ত মারা গেছেন ২৩ জন। এ সময় ৩২৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার হাসপাতালগুলোয় ২৬০ জন, দেশের অন্যত্র ৬৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম আজ বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

universel cardiac hospital

গতকাল ডেঙ্গুতে একজনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। আর হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩০৫ জন।

এ বছর মোট ৫ হাজার ২৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪ হাজার ৬৭ জন রোগী ঢাকা শহরের, ১ হাজার ১৬৪ জন ঢাকা জেলার বিভিন্ন উপজেলাসহ দেশের বাকি অঞ্চলের। তবে এই হিসাবের মধ্যে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরের ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিদের তথ্য নেই। সরকারি ভাষ্য অনুযায়ী, এ বছর এক হাজারের বেশি রোহিঙ্গা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সম্প্রতি জানিয়েছে, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের বেশি মৃত্যু হচ্ছে ‘শক সিনড্রোমে’। ডেঙ্গুর শক সিনড্রোমের অর্থ হলো ডেঙ্গু রোগীর রক্তচাপ দ্রুত কমে যায়, রক্তে অণুচক্রিকার পরিমাণ কমে যায় এবং রোগীর পরিস্থিতি দ্রুত খারাপ হয়ে পড়ে, রোগী অচেতন হয়ে পড়েন।

চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। জুন মাসের ১৯ তারিখের মধ্যে ২৩ জনের মৃত্যু হলো।

দেশে গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮১ জন মারা যান, যা দেশে এক বছরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি রোগী মৃত্যুর রেকর্ড। এ ছাড়া ২০১৯ সালে ১৭৯ জনের মৃত্যু হয়।

শেয়ার করুন